প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রসাশন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু প্রজ্ঞাপনটি এখনো পাবলিক করা হয়নি।

গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল।

Comments