শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুরের শ্রীপুরের আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা আজ বকেয়ার দাবিতে আন্দোলনে নামে। ছবি: সংগৃহীত

বোনাস এবং ছুটির বকেয়া টাকার দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকেরা।

দুপুরে গাজীপুরের শ্রীপুরে আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় হাজিরা বোনাস এবং ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামে।

এসময় দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরের রঙ্গীলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এ বিক্ষোভ চলে।

শ্রমিকেরা জানায়, আমরা হাজারো শ্রমিক একসঙ্গে শান্তিপূর্ণভাবে দাবি নিয়ে মহাসড়কে অবস্থান করেছি। পুলিশ আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

শ্রমিকের আরও জানান, আমাদের ছুটির টাকা দেবে বলে দিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে কাজ করি আমাদের বেতনও বাড়ায় না।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বেলা ২টার দিকে শ্রমিকেরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল চালু হয়।

আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ কল ধরেননি।

Comments