টাঙ্গাইলে ঝিনাই-ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার ওপরে

টাঙ্গাইলে নদ-নদীর পানি বাড়তে থাকায় কয়েকটি উপজেলায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে আছেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সেই সঙ্গে অন্য সব নদীর পানি বৃদ্ধিও অব্যাহত আছে।

জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও অবনতি হয়েছে বলে জানা গেছে।

জেলার কয়েকটি উপজেলায় বাড়ি-ঘর, হাট-বাজার, ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা বন্যার পানিতে তলিয়ে আছে। দুর্গম চরাঞ্চলে পানিবন্দি হয়ে আছে হাজারো মানুষ।

আজ সোমবার সকাল ৯টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুসারে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩  সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৮ সেন্টিমিটার,   মির্জাপুর পয়েন্টে ৯ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago