শাজাহান সিরাজের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

স্বাধীনবাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক শাজাহান সিরাজের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার।
এ উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকালে ঢাকার বনানী কবরস্থানে মরহুমের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কালিহাতীতে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে দোয়া ও দ-মন্দিরে প্রার্থনা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের ১৪ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন শাজাহান সিরাজ।
১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বেতডোবা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শাজাহান সিরাজ।
Comments