সিলেট সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কালাইরাগ গ্রামের আলী হোসেন (৩২) ও কাওসার আহমেদ (৩০)।

তবে তাদের মরদেহ আজ দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি।

উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান স্থানীয়দের বরাতে বলেন, 'ভারত সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই জন নিহত হয়েছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, 'সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে নিয়ে আসতে বিএসএফের সাথে আলোচনা করছে বিজিবি।'

এ ব্যাপারে কথা বলতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবীর সাথে যোগাযোগ করতে কল দেয়া হলে তিনি কল ধরেননি এবং মেসেজেরও রিপ্লাই দেননি।

Comments

The Daily Star  | English

Iran’s Araghchi says US attack will have ‘everlasting consequences’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago