দুষ্কৃতকারীদের তথ্য-ছবি-ভিডিও দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।

দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য, ছবি ও ভিডিও পুলিশকে পাঠানো হলে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

এসব তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো—০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago