ঢাকাসহ ৪ জেলায় শুক্র-শনি ৯ ঘণ্টা কারফিউ শিথিল

কারফিউ কতদিন থাকবে
ছবি: এমরান হোসেন/স্টার

আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরসহ ঢাকা জেলা এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে। 

অন্যান্য জেলার কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা।

রোববারের কারফিউর বিষয়ে শনিবার জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে সারাদেশে কারফিউ জারি করে সরকার। সেইসঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এরপর রবি, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার এবং বুধবার ও বৃহস্পতিবার কারফিউ শিথিল রেখে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা রাখা হয়। 

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

1h ago