কুষ্টিয়ার পথে পথে আন্দোলনকারীদের বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর-আগুন

আওয়ামী লীগের অফিস, ট্রাফিক বক্স ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় পথে পথে বিক্ষোভ। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়ায় সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী।

এসময় আওয়ামী লীগের অফিস, ট্রাফিক বক্স ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

আজ রোববার ১১টার দিকে শহরের সাদ্দাম বাজারে জমায়েত শুরু করেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে চৌরহাস মোড়ে জড়ো হন তারা। ফেরার পথে ফুলতলায় দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

মজমপুর গেটে যাওয়ার পথে সাদ্দাম বাজার মোড়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। মজমপুর গেটে শহরের সবচেয়ে বড় ট্রাফিক বক্সটিও ভাঙচুর করা হয়েছে।

বিক্ষোভকারীরা অবস্থান নেন এন এস রোডে। কুষ্টিয়ার মডেল থানায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

Comments