সাড়ে ৩ ঘণ্টা পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল শুরু

ঝাউদিয়া থানার দাবিতে অবরোধের সাড়ে তিন ঘণ্টা পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। ছবি: আনিস মণ্ডল/ স্টার

ঝাউদিয়া থানার দাবিতে অবরোধের সাড়ে তিন ঘণ্টা পর আবারও যান চলাচল শুরু হয়েছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে।

আজ মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আগামী ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত জানান ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির নেতারা।

দুপুর সাড়ে ১২টার দিক থেকে যান চলাচল আবারও শুরু হয়। 

কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, পুলিশ সুপার ১০ ফেব্রুয়ারি মিটিংয়ে ডেকেছেন থানা কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনার জন্য। তারা থানা স্থাপনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এই অবস্থায় আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করছি।

এর আগে সকাল ৯টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় অবরোধ করেন ঝাউদিয়া ও আশপাশের কয়েক গ্রামের মানুষ। তারা দ্রুত থানা স্থাপনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English

Bengal Group Chairman Morshed Alam arrested

The three-time Awami League MP from Noakhali-2 was arrested in a drive from the Gulshan-2 area, says DB chief Rezaul Karim Mallick

52m ago