সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ৪

সিরাজগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্দোলনকারীদের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরের পর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার ও সাংবাদিক প্রদীপ কুমার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে নিহতদের তথ্য নিশ্চিত করেছেন।

আহত আরও ৭-৮ জন চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা দুপুরের পর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এ সময়ে কার্যালয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন পেটায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা পরে পার্শ্ববর্তী রায়গঞ্জ প্রেসক্লাবে হামলা চালায়। সেখানে অবস্থানরত সাংবাদিক প্রদীপ কুমারকেও পিটিয়ে আহত করে বিক্ষোভকারীরা।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনকারীদের হামলায় অনেকে আহত হয়েছে। এখন পর্যন্ত কতজন মারা গেছে তার সঠিক তথ্য আমাদের কাছে নেই।'    

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

2h ago