শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ সরকারের
শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছে সরকার।
আজ রোববার সন্ধ্যায় দেওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়।
এতে বলা হয়েছে, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Comments