ডিএমপির কদমতলী থানার কার্যক্রম সাময়িক স্থগিত

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার শামসুল ইসলাম নয়ন।
ডিএমপি

নিরাপত্তার কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানার কার্যক্রম গতকাল রাত থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার শামসুল ইসলাম নয়ন।

তিনি বলেন, 'আমরা কদমতলী থানার অপারেশনাল কার্যক্রম সাময়িক সময়ের জন্য যাত্রাবাড়ী থানায় স্থানান্তর করেছি। নিরাপত্তার কারণ দেখিয়ে এই থানার কার্যক্রম বন্ধ রেখেছি।'

সূত্র জানায়, দেশব্যাপী বিভিন্ন থানায় হামলার পর পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।

এর আগে গতকাল রোববার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ওসিসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

Comments