সিংড়ায় পলকের বাসায় ভাঙচুর, মালামাল লুট

সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই বাসা থেকে মালামাল লুট করা হয়। 

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসাও ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে একদল বিক্ষুব্ধ জনতা পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয়। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে তারা।

এছাড়া, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে জনতা।
 

Comments

The Daily Star  | English

Fire breaks out at restaurant on Bailey Road

Eight fire engines went to the spot to douse the blaze

6m ago