পুলিশ সদস্যদের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের অনুরোধ আইজিপির

‘পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধান কল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।’
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ পুলিশের সব সদস্যদের দৃঢ় মনোবল নিয়ে, ধৈর্য সহকারে, নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা চিকিৎসাধীন আছেন, তাদের সব ধরেনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

'সম্মানিত রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতাদেরকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা সংগঠিত না হয়, সেজন্য সবাইকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি।'

তিনি আরও বলেন, সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিত কল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধান কল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে, ধৈর্য সহকারে, নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

Six people of two families died last night in separate landslides triggered by relentless rain in Cox’s Bazar Sadar upazila and at a Rohingya camp in Ukhiya upazila.

7m ago