পুলিশের চেইন অব কমান্ড প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে: শহিদুর রহমান

‘যে ক্রাইসিসে আমরা পড়েছি, তা থেকে উত্তরণের চেষ্টা করছি।’
একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

সংকট নিরসনে পুলিশের চেইন অব কমান্ড দ্রুত প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহিদুর রহমান।

আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগের পর পুলিশের 'ফোকাল পারসন' হিসেবে কাজ শুরু করেছেন একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, এই মুহূর্তে আমি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান করছি। ডিএমপির বিভিন্ন থানা এলাকায় সাধারণ পুলিশ সদস্য নিহত-আহত হয়েছেন, যাদের মরদেহ বিভিন্ন থানায় পড়ে আছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। আমরা অনেককে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে এসেছি।

'আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দাফনের জন্য নিহতদের নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। একটা ক্রান্তিকাল পার করছি। প্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ, বাংলাদেশের যে প্রান্তেই আপনারা থাকেন, ধীরে ধীরে আপনারা নিজেদের নিরাপত্তা জোরদারের জন্য। ইউনিট কমান্ডারদের অনুরোধ করব, ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনা করে আপনারা যার যার কর্মস্থলে নিয়োজিত হওয়া অব্যাহত রাখবেন।'

কর্মবিরতির একটা 'গুজব' সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের জন্যই কাজ করে। পুলিশ ছাড়া আমারা কোনো সমাজ চিন্তা করতে পারি না। সুতরাং আমাদের পুলিশ সদস্যদের আবারও অনুরোধ করব, আপনারা এসব গুজবে কান না দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

দেশের ছাত্র-জনতার বিজয়ে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা ও রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, পুলিশ ছাড়া কোনো সমাজ চিন্তা করতে পারি না। পুলিশ ছাড়া কোনো দেশ হয় না। পুলিশের যে অতীতের ভুল-ভ্রান্তি দোষ-ত্রুটি রয়েছে, তা দূর করে আমরা জনগণের সেবায় নিয়োজিত হবো আবারও৷ তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সদস্যদেরকে কাজে ফিরে আসার জন্য পরিবেশ তৈরিতে সহযোগিতা করুন৷

এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে, জানতে চাইলে পুলিশের এই অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। বিষয়টি চলমান, তাই হালনাগাদ করা হয়নি। তবে আজকে আমরা যাত্রাবাড়ী থানা থেকে আটটি মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। আমাদের টিম বিভিন্ন থানায় থানায়, যেখানে যেখানে আমরা সংবাদ পাচ্ছি হতাহতের, তারা সেখানে কাজ করছে। থানা থেকে মরদেহ বা হতাহতদের উদ্ধারের কাজ চলমান রয়েছে।

ডিএমপিতে কতজন নিখোঁজ, জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এর সঠিক পরিসংখ্যান দিতে পারছি না। এটা নিয়ে আমরা এখন ব্যস্ত আছি।

হামলার মুখে অনেক পুলিশ সদস্য হাইকমান্ডে ফোন করে সহযোগিতা চেয়েও রেসপন্স পাননি বলে অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি নিয়ে একেএম শহিদুর রহমান বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। এর প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এখানে যদি পুলিশের চেইন অব কমান্ডের বা কমান্ড লেভেলে যারা আছেন, তাদের কোনো গাফিলতি পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ-ডিএমপি সদর দপ্তর, ডিবি অফিসসহ পুলিশের বড় বড় স্থাপনা-থানায় নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আজকে সারাদিনে আমাদের অনেক সদস্য নিরাপত্তার খাতিরে আত্মগোপনে চলে গেছেন। তাদের আমরা নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা পুলিশকে তাদের নিজস্ব কর্মে নিয়োজিত করার চেষ্টা করব। আমরা সেনাবাহিনীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি, অনুরোধ করেছি একাধিকবার। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন কোথায়, জানতে চাইলে শহিদুর রহমান বলেন, এই বিষয় সম্পর্কে আমি এখনো অবহিত নই।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পুলিশ কর্মকর্তার 'কর্মবিরতি'র পোস্টের ব্যাপারে পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। পুলিশ ছাড়া আসলে এই সমাজব্যবস্থা চিন্তা করা যায় না। যে ক্রাইসিসে আমরা পড়েছি, তা থেকে উত্তরণের চেষ্টা করছি। আমরা খুব দ্রুত পুলিশের চেইন অব কমান্ড এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছি। যারা উদ্বিগ্ন অবস্থায় আছেন, তাদের জন্য বার্তা হলো সংশ্লিষ্ট এলাকার সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা করছি।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

13h ago