পুলিশকে ঢেলে সাজানো হবে: অতিরিক্ত আইজিপি শহিদুর

অতিরিক্ত আইজিপি শহিদুর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট
অতিরিক্ত আইজিপি শহিদুর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

পুলিশ শিগগির স্বাভাবিক দায়িত্বে ফেরার চেষ্টা করছে বলে জানিয়েছেন  অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান

আজ মঙ্গলবার বিকেলে রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মন্তব্য করেন, 'পুলিশের যে আইনকানুন, বিধি, নিয়ম-কানুন আছে, তার মধ্যে থেকেই আমরা খুব দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে এবং মানুষকে সেবা দিতে চাই। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে। এ জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটি করতে চাই।'

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এটাই পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম গণমাধ্যমের কাছে দেওয়া ব্রিফিং। প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর অনেক শীর্ষ পুলিশ কর্মকর্তা নিরাপদ অবস্থানে লুকিয়ে থাকছিলেন।

এক প্রশ্নের জবাবে শহিদুর বলেন, 'আমরা আশা করি বাংলাদেশ পুলিশের যে দায়িত্ব আছে, আমরা তা পালন করতে সক্ষম হব। পুলিশের কিছু কর্মকর্তা হয়তো মনের কষ্টে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা নিশ্চয়ই এ বিষয়টির সমাধান করতে পারব। আমরা সবার সাথে যোগাযোগ করছি, কথা বলছি।'

অসংখ্য পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শহিদুর।

শহিদুর জানান, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে। সবাইকে অনুরোধ করেন পুলিশের পাশেই থাকতে।

ব্রিফিংয়ের সময় শহিদুরের পাশে প্রায় ২৩-২৪ জন পুলিশ সদস্য ছিলেন। তারা সবাই সাদা পোষাকে ছিলেন।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago