অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।
আজ বুধবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে এ এম আমিন উদ্দিন বলেন, 'রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছি।'
এর বাইরে তিনি আর কোনো তথ্য দিতে চাননি।
২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।
Comments