বাংলাদেশে সংবিধান মেনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার প্রত্যাশা রাশিয়ার

রুশ দূতাবাস আরও জানিয়েছে, এই বিক্ষোভকে ঘিরে সহিংসতায় কোনো রুশ নাগরিক হতাহত হয়নি।
বাংলাদেশ ও রাশিয়ার পতাকা। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও রাশিয়ার পতাকা। প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি দ্রুত সংবিধান মেনে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরবে, এই প্রত্যাশার কথা জানিয়েছে রাশিয়া।

আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মস্কোর পররাষ্ট্রনীতি অনুযায়ী, বাংলাদেশে সরকারের পরিবর্তনকে রাশিয়া দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে।

'তবে, আমরা আশা করব এই বন্ধু রাষ্ট্রে শিগগির সংবিধানসম্মত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে', বিবৃতিতে আরও যোগ করা হয়।

৫ আগস্ট গণবিক্ষোভের মুখে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। মুক্তি পান সকল রাজনৈতিক বন্দি এবং পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন এ বিক্ষোভে সংশ্লিষ্টতার কারণে আটক অন্যান্যরা।

বর্তমানে বাংলাদেশের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী।

তবে খুব দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবে। ইতোমধ্যে এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হয়েছে।

রুশ দূতাবাস আরও জানিয়েছে, এই বিক্ষোভকে ঘিরে সহিংসতায় কোনো রুশ নাগরিক হতাহত হয়নি।

Comments