পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না...
পুলিশ

পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিনের সই করা এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, 'আপনার ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই বা সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে উপপরিদর্শক থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

তবে আদালতের আদেশ এবং ফৌজদারি মামলার কারণে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Comments