শনিবার অফিস শুরু করলেন আসিফ নজরুল

সরকারিভাবে শুক্রবার ও শনিবার ছুটি থাকলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও খোলা রাখা হয়।
অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ শনিবার থেকেই সচিবালয়ে অফিস শুরু করেছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আসিফ নজরুল সচিবালয়ে তার দপ্তরে প্রবেশ করেন। এ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন সচিবালয়ে।

এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, উপস্থিত কর্মকর্তাদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করতে পারেন আসিফ নজরুল।

সরকারিভাবে শুক্রবার ও শনিবার ছুটি থাকলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুযায়ী ছুটির দিনেও খোলা রাখা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

এরপর ৮ আগস্ট রাতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য সংখ্যা ১৭ জন। এর মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

11h ago