শপথ নিলেন নবনিযুক্ত ৪ বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন চার বিচারপতি আজ শপথ নিয়েছেন। ছবি: স্টার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ নিয়েছেন।

‌আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন চার বিচারপতি হলেন--বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিচারপতিদের হাইকোর্ট বিভাগ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন।

নতুন নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা এখন ছয় জনে দাঁড়িয়েছে।

Comments

The Daily Star  | English

China’s great green march across the globe

The Middle Kingdom wants to control the global clean-tech sector. Can it save the planet, too?

39m ago