আইন কমিশন থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পদত্যাগ

বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

গতকাল মঙ্গলবার আইন কমিশন কার্যালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা আজ বুধবার দ্য ডেইলি স্টারকে জানান, পদত্যাগপত্রে খায়রুল হক বলেছেন, শারীরিক অবস্থার কারণে তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে পারছেন না।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান।

২০১৩ সালের ২৩ জুলাই বিচারপতি খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

আপিল বিভাগে থাকা অবস্থায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। আর হাইকোর্ট বিভাগে থাকা অবস্থায় বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

41m ago