রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়ায় দেরি হতে পারে: রুশ রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি সাক্ষাত করেন। ছবি: পিআইডি

বাংলাদেশে চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতস্কি।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, 'আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে। তবে এটি খুব বেশি দীর্ঘ হবে না।'

গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছিল, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিবেশ সৃষ্টি করতে পারে।'

সাম্প্রতিক আন্দোলন সেই 'বাংলা বসন্ত' কি না এমন প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, 'আমার কাছে এমন কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।'

Comments