অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আরও কয়েকজন।
তাদের মধ্যে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদায়) আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।
এক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা আরও বাড়ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন।
তবে, নতুন কতজন উপদেষ্টা হবেন, সেটা তিনি জানাননি।
বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন উপদেষ্টারা।
Comments