নতুন সচিব পেল ৪ মন্ত্রণালয়

সিআইপি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিপু মুনশি, এফবিসিসিআই,

চার মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে মোট পাঁচ সচিবকে চুক্তিভিত্তিতে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

এদের মধ্যে মো. আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবদুর রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং এহসানুল করিমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

নাসিমুল গণিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন সূত্র জানায়, নবনিযুক্ত সচিবরা সবাই প্রশাসন ক্যাডারের ৮২তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ওয়াহিদুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এছাড়া বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তত চারজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করেছে সরকার।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago