শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশের সেই পরিদর্শক বরখাস্ত

আন্দোলন চলাকালে নাহিদুলের মুখ চেপে ধরা ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন। আন্দোলনের আরও অনেক ছবির মতো এই ছবিটিও অনেকের কাছে হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক।
নাহিদুলের মুখ চেপে ধরেছেন আরশাদ। ছবি: ইত্তেফাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি চলাকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

ডিএমপি পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানের সই করা ওই অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে গতকাল ১৮ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আরশাদ হোসেন গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন।

সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এমন অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মূখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করা হয় অফিস আদেশে। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানানো হয়।

আন্দোলন চলাকালে নাহিদুলের মুখ চেপে ধরা ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন। আন্দোলনের আরও অনেক ছবির মতো এই ছবিটিও হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক।

Comments