গ্যাস সরবরাহের দাবিতে মানিকগঞ্জে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও

নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে মানিকগঞ্জে তিতাস অফিস ঘেরাও করেন ছাত্র-জনতা। ছবি: স্টার

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানিকগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ গ্রাহক ও শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে শতাধিক লোক ওই অফিস ঘেরাও করেন। বিক্ষুব্ধ লোকজনের দাবি, মানিকগঞ্জের গ্রাহকরা এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত গ্যাস পাচ্ছেন না। অথচ তিতাস গ্যাস কোম্পানি গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বিল আদায় করছে। গ্যাস সংকট সমাধানের জন্য সাত দিন সময় বেঁধে দেন বিক্ষুব্ধ গ্রাহকরা। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বিল দেওয়া হবে না বলেও তারা জানিয়ে দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, মানিকগঞ্জবাসী দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছে না, অথচ প্রতি মাসেই বিল দিতে হচ্ছে। গ্যাসের সমস্যা সমাধানে আমরা তিতাস গ্যাস অফিসে গিয়েছি। কর্তৃপক্ষকে সাত দিন সময় বেঁধে দেয়া হয়েছে। সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ছাত্র-জনতা যে দাবি নিয়ে অফিসে এসেছিলেন তা যৌক্তিক বলে আমি মনে করি। খুব দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

ইতোমধ্যেই মানিকগঞ্জের গ্যাসের সংকট নিরসনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মানিকগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ শুরু হয়েছে। এই প্রকল্পের রুট সার্ভে সম্পন্ন হয়েছে এবং জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago