চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবি: রাসেল আহমেদ

কুমিল্লা চৌদ্দগ্রাম সদর এলাকায় পাহাড়ি ঢলের কারণে আজ বৃহস্পতিবার ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন দ্য ডেইলি স্টারকে জানান, রাস্তায় ভোর থেকে প্রবাহমান পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় যান চলাচল সীমিত করা হয়েছে। তবে হাইওয়ে সচল আছে।

ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা গেছে, চৌদ্দগ্রাম মিয়ার বাজার এলাকায় কাঁকরি নদী কোথাও কোথাও পাড় উপচে পানি পড়ছে। এদিকে ডাকাতিয়া নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নাঙ্গলকোট উপজেলা প্লাবিত হয়েছে।

ছবি: সংগৃহীত

বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

4h ago