ব্রাহ্মণবাড়িয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনের নামে মাদ্রাসা ছাত্র হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ভিকটিমের বোন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর।
মামলার বাদী তানিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা। বাদীর ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্র হুসাইন আহম্মেদকে প্রায় সাড়ে তিন বছর আগে তৎকালীন সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর নির্দেশে তার সহযোগীরা হত্যা করে বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক ভিপি হাসান সারোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. লোকমান হোসেন ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মুসা আনসারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ (মাহবুব আলম) ২৬ জনের নাম উল্লেখ করা হয়।
মামলাটিতে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে৷
মামলা সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলন চলাকালে গত ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড কাজী মাহমুদ শাহ গেইট এলাকায় তৎকালীন সাংসদ মোকতাদির চৌধুরীর নির্দেশে তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা করে। এ সময় হুসাইন আহম্মেদের মাথার ডানপাশে গুলি লাগে।
তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও মামলায় উল্লেখ করা হয়।
Comments