ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

২৫টি থানায় নতুন ওসি নিয়োগ দিয়েছে ডিএমপি
ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে।

গতকাল শনিবার ডিএমপি কমিশনার মইনুল হাসান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

নতুন ওসিরা হলেন—

হাবিবুর রহমান- উত্তরা পূর্ব থানা।

মোক্তারুজ্জামান- কলাবাগান থানা।

রাহাত খান- তুরাগ থানা।

জিয়াউর রহমান- উত্তরখান থানা।

রেজাউল হোসেন- চকবাজার থানা।

সাইফুল ইসলাম- হাজারীবাগ থানা।

শাহরিয়ার হাসান- ক্যান্টনমেন্ট থানা।

এনামুল হাসান- কোতয়ালী থানা।

সাইফুল ইসলাম- সূত্রাপুর থানা।

খায়রুল ইসলাম- শাহজাহানপুর থানা।

ইয়াছিন আলী- সবুজবাগ থানা।

আব্দু শাহেদ খান- গেন্ডারিয়া থানা।

গাজী শামীমুর রহমান- তেজগাঁও শিল্প এলাকা থানা।

সাইফুল ইসলাম- হাতিরঝিল থানা।

মোজাম্মেল হক- শেরেবাংলা নগর থানা।

রাসেল সারোয়ার- বনানী থানা।

কাজী গোলাম মোস্তফা- কাফরুল থানা।

মাহমুদুল হাসান- শাহ আলী থানা।

ইলিয়াস হোসেন- ডেমরা থানা।

ফয়সাল আহমেদ- ওয়ারী থানা।

মাহমুদুর রহমান- কদমতলী থানা।

শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ- ভাষানটেক থানা।

দাউদ হোসেন- মতিঝিল থানা।

মহিউল ইসলাম- মোহাম্মদপুর থানা।

আলী ইফতেখার হোসেন- খিলগাঁও থানা।

Comments