বন্যা দুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান দিলো পাঠাও

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে পাঠাও
পাঠাও, বন্যা, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, ব্র্যাক,

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

পাঠাও এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা দুর্গতদের সাহায্যে পাঠাও ও এর কর্মীরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছে। কর্মীরা স্বেচ্ছায় তাদের একদিনের বেতন ও পাঠাও কর্তৃপক্ষ সমপরিমাণ অর্থ দিয়ে এই অনুদান দিয়েছে।

এছাড়াও আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও থেকে নেওয়া প্রতিটি রাইড থেকে সেফটি কভারেজ ফি বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। এ সময়ের মধ্যে প্রতিটি রাইড থেকে জমা হওয়া মোট অর্থ পাঠাও দ্বিগুণ করে তা বন্যার্তদের সহায়তা করবে।

এই অনুদানের পাশাপাশি পাঠাও বন্যার্তদের সহায়তায় ব্র্যাক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

পাঠাও অ্যাপের পাঠাও শপ থেকে গ্রাহকরা বিভিন্ন মূল্যের ডোনেশন কার্ড কিনতে পারবেন, যে অর্থ ব্র্যাক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে জমা হবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসে বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

Comments