ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ মেঘালয়ে

গত ২৬ আগস্ট বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া যায়।
ইসহাক আলী খান পান্না
ইসহাক আলী খান পান্না। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের জৈয়ন্তিয়া জেলায় একটি পানের বরজ থেকে ভারতীয় পুলিশ উদ্ধার করেছে।

গতকাল বুধবার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ আগস্ট বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার গিরি প্রসাদ সংবাদ সংস্থাটিকে বলেছেন, 'পান্নার পরিচয় তার পাসপোর্ট দেখে জানা গেছে। মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।'

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না আত্মগোপনে যান।

Comments