শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন পুলিশের

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার
শাজাহান খান | ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ বিকেল সাড়ে ৩টার পর রিমান্ড আবেদনের শুনানি করবেন বলে আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক ডেইলি স্টারকে জানিয়েছেন।

আজ ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ১৪ বছরের শিশু আবদুল মোতালেবের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন মোতালেবের বাবা আবদুল মতিন।

 

Comments