গুম ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি

আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়া যাবে।

২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। 

আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ও কমিশনে সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেনের সই করা এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত) লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।

তবে অভিযোগ জমা দিতে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।

 

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago