আশুলিয়ায় আজ ছুটির দিনে ১৩০ কারখানা খোলা

শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট কারখানা এক হাজার ৮৬৩টি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে গত দুই সপ্তাহ ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। 

শ্রমিক অসন্তোষের জেরে গতকাল এ অঞ্চলের ৮৬ পোশাক কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

তবে, শ্রমিক অসন্তোষ নেই এমন অনেক কারখানায় উৎপাদন চলমান। কাজের চাপ থাকায় অনেক কারখানায় ছুটির দিনেও উৎপাদন চালিয়ে যাচ্ছে। 

আজ শুক্রবার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৩০টি কারখানা খোলা ছিলো এবং শ্রমিকরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট কারখানা এক হাজার ৮৬৩টি। এর মধ্য অধিকাংশ কারখানায়ই পোশাক তৈরির। কাজের চাপ থাকায় আজ ১৩০ কারখানায় উৎপাদন চলমান রেখেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার ১৬০ কারখানা খোলা ছিল।'

তিনি বলেন, 'মূলত এসব কারখানায় শ্রমিকদের কোনো ঝামেলা নেই এবং কাজের প্রচুর চাপ থাকায় মালিকপক্ষ ছুটির দিনেও উৎপাদন চালিয়ে থাকেন।' 

তবে গতকাল যে কারখানাগুলো বন্ধ ছিলো ওই কারখানাগুলো এখনো বন্ধ আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, 'গত কয়েক দিনের বিক্ষোভে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতেই মালিকপক্ষের লোকজন ছুটির দিনে কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।'

কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago