চট্টগ্রামে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ধস, যান চলাচল ব্যাহত
চট্টগ্রামে পাহাড়ধসে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
জঙ্গল সলিমপুর এলাকার ছয় নম্বর ব্রিজের কাছে শনিবার ভোরে পাহাড়ধসের কারণে ফৌজদারহাটগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে।
এদিন রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। লিংক রোড প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকৌশলী আসাদ বিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, সিডিএর একটি টিম সড়ক থেকে মাটি সরানোর কাজ করছে।
উল্লেখ্য, বায়েজিদ লিংক রোডটি অন্তত ১৫টি পাহাড় খাড়াভাবে কেটে তৈরি করেছে সিডিএ। এ জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানাও দিতে হয়েছে। তাছাড়া খাড়াভাবে পাহাড় কাটার ফলে প্রতিবছর বর্ষায় এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে।
অন্যদিকে বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটার অভিযোগে মোহাম্মদ আকতার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড় কেটে রেস্তোরাঁ তৈরির অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালান। এ সময় পাহাড় কেটে নির্মিত চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়।
Comments