ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে স্থানীয়রা
শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ স্থানীয়দের হাতে আটক চার জন পুলিশ হেফাজতে রয়েছেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সোমবার সকাল ৬টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেটকারসহ তাদের চার জনকে আটক করে এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দেয়।

আটক অপর দুজন হলেন—একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেটকারচালক সেলিম।

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক চার জন ধোবাউড়া থানায় রয়েছেন। ছবি: সংগৃহীত

ওসি বলেন, তাদের চার জন ধোবাউড়া-পূর্বধলা সীমান্তবর্তী মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়ার মাঝামাঝি এলাকা থেকে আটক হন। বর্তমানে তারা থানায় পুলিশ হেফাজতে আছেন।

তিনি আরও বলেন, 'তারা সবাই সুস্থ আছেন। থানায় এসপি স্যার, সার্কেল এসপি স্যার এসেছেন। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' 

 

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago