হত্যা মামলার আসামি করায় মিরপুরের বেনারসি ব্যবসায়ীদের বিক্ষোভ
মিরপুর বেনারসি পল্লীর সাত ব্যবসায়ীকে হত্যা মামলার আসামি করায় বিক্ষোভ করেছেন বেনারসি ব্যবসায়ী সমিতি।
বুধবার মিরপুর-১০ নম্বরে বেনারসি পল্লীতে সকাল থেকে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করে ব্যবসায়ী সমিতি।
সেখানকার ১৪০টি দোকানের মালিক-কর্মচারীরা দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
ব্যবসায়ীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হোটেল রাব্বানির এক কর্মচারী নিহতের ঘটনায় করা মামলায় বেনারসি পল্লীর সাত ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসায়ীদের হত্যা মামলার আসামি করার প্রতিবাদে তারা বিক্ষোভ ও মানবন্ধন করেছেন।
মামলার আসামি বেনারসি পল্লী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম (৫২) দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিথ্যা হয়রানি করতে ছাত্র আন্দোলনের সময়ের মিরপুর-১০ এ একজন নিহতের ঘটনায় করা মামলায় আমার ও আমার স্ত্রীর নামে মামলা দেওয়া হয়েছে। মামলায় আমাকে ও আমার স্ত্রীকে আওয়ামী লীগ নেতা বলা হয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।'
Comments