আরও ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের সময় রায়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ১৯ জুলাই যাত্রাবাড়ীর মনোয়ারা হাসপাতালের সামনে আন্দোলনে অংশ নিয়ে নিহত হন রফিকুল ইসলাম।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নূরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, আসামি এই হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন। তাই এই ঘটনায় জড়িত অন্যদের অবস্থান সম্পর্কে জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।
নিজেকে নির্দোষ দাবি করে সাবেক রেলমন্ত্রী আদালতে বলেন, তাকে হয়রানি করতে মামলায় জড়ানো হয়েছে। তাই রিমান্ড বাতিলসহ জামিন চেয়েছেন তিনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিমেন্ডে গেলেন নূরুল ইসলাম সুজন। যাত্রাবাড়ীতে গত ৫ আগস্ট শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় গত ১৭ সেপ্টেম্বর তাকে তিনি দিনের রিমেন্ডে পাঠিয়েছিলেন আদালত।
গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়।
Comments