পানি সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল

বরিশাল জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ বরিশাল জেনারেল হাসপাতালে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির লাইনে বালু চলে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে।

ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী দ্য ডেইলি স্টারকে বলেন, 'টয়লেটে যাওয়ারও পানি নেই হাসপাতালে। প্রতিটি কাজের জন্য বাইরে থেকে স্বজনদের পানি আনতে হচ্ছে।'

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আশেপাশের মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা। অনেকের দাবি, পানি না থাকায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। 

হাসপাতালের পানি সরবরাহ বিভাগের কর্মী মো. মেহেদী ডেইলি স্টারকে বলেন, 'সোমবার সকালে গভীর নলকূপ থেকে বালু চলে আসায় মটর সংযোগটি অকার্যকর হয়ে পড়েছে। এখন আরেকটি লাইন দিয়ে অস্থায়ীভাবে পানি সরবরাহের চেষ্টা চলছে। আগের সংযোগটি পুরনো হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ১২০ জন রোগী ভর্তি আছেন। পানি সংকটের কারণে হাসপাতাল কমপ্লেক্সের বাসিন্দারা বাসিন্দারা বাইরে থেকে পানি এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল দ্য ডেইলি স্টারকে বলেন, 'পানি সংকট সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরেকটি গভীর নলকূপ বসানোর আবেদন করা হয়েছে। এছাড়া অস্থায়ীভাবে অন্য একটি পানির সংযোগ থেকে পানি সরবরাহ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

The central bank is likely to issue a circular in this regard today.

9h ago