সর্বোচ্চ দারিদ্র‍্যের বিভাগ বরিশাল, জেলা মাদারীপুর

ফাইল ছবি

দেশে সর্বোচ্চ দারিদ্র‍্যের হার বিভাগের হিসেবে বরিশালে এবং জেলার হিসেবে মাদারীপুরে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত দেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

বিবিএস জানিয়েছে, এবার রংপুরকে পেছনে ফেলে বরিশাল সর্বোচ্চ দারিদ্র্যপীড়িত বিভাগ হিসেবে স্থান করে নিয়েছে।

২০১৬ সালে বরিশাল দারিদ্র্যের দিক থেকে ছিল পঞ্চম স্থানে। ওই বছর রংপুরের দারিদ্র্যের হার ছিল সর্বোচ্চ ৪৭ দশমিক ২৩ শতাংশ।

ছয় বছর পর ২০২২ সালের হিসাবে, রংপুরের দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশ।

বরিশালের দারিদ্র্যের হার ২৬ দশমিক ৪৯ শতাংশ থেকে সামান্য বেড়ে ২৬ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

জেলা পর্যায়ে দেশের সর্বোচ্চ দারিদ্র্যের হার মাদারীপুরে ৫৪ দশমিক ৪ শতাংশ, যা জাতীয় গড়ের প্রায় তিনগুণ।

বিবিএসের তথ্য অনুযায়ী, নোয়াখালীতে দারিদ্র্যের হার সর্বনিম্ন ৬ দশমিক ১ শতাংশ, যা জাতীয় গড়ের এক-তৃতীয়াংশ।

 

Comments

The Daily Star  | English

China seeks to 'tariff-proof' economy as trade war with US deepens

Beijing has vowed to "fight to the end" against Trump's aggressive trade policy

37m ago