নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রায় ১৫ ঘণ্টা অবরুদ্ধ, বকেয়া বেতন দাবি পোশাক শ্রমিকদের

সড়ক অবরুদ্ধ হওয়ায় আটকে আছে শত শত যানবাহন।
সাভারের বাইপাইল এলাকায় শতাধিক পোশাক শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে | ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ১৫ ঘণ্টা যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।

আজ সোমবার দিবাগত রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইল এলাকায় শতাধিক শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা এখনো সড়কে অবস্থান করছেন, মালিকপক্ষ পালিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধি মালিকের বাসায় গেছেন। শ্রমিকদের বোঝানো হচ্ছে কিন্তু তারা বকেয়া পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি না।'

এদিকে সড়ক অবরুদ্ধ হওয়ায় আটকে আছে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

4h ago