সওজ প্রকল্পে দুর্নীতিতে ১৫ বছরে ক্ষতি ৫০৮৩৫ কোটি টাকা: টিআইবি

সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফল প্রকাশ করে টিআইবি। ছবি: সংগৃহীত

গত ১৫ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ফলে দেশের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার ৮৩৫ টাকা পর্যন্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বুধবার টিআইবির ধানমন্ডি কার্যালয়ে এক গবেষণা ফলাফল প্রকাশকালে এ তথ্য জানানো হয়।

এ সময় বলা হয়, এসব উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়েছে বলে সংস্থাটি অনুমান করছে।

সেই বিবেচনায় ২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পগুলোর দূর্নীতির কারণে দেশের ২৯ হাজার ২৩০ কোটি টাকা থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'এসব দুর্নীতির পেছনে রাজনীতিবিদ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ত্রিপক্ষীয় যোগসাজশ রয়েছে।'

তিনি বলেন, 'এই ত্রিপক্ষীয় যোগসাজশ ভাঙতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।'

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

42m ago