জুলাই গণঅভ্যুত্থান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু বৃহস্পতিবার

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রধান কৌঁসুলি মো. তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার অগ্রাধিকার পাবে। আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনালে এ সংক্রান্ত পিটিশন দায়ের করা হবে বলেও জানান তিনি। তবে প্রধান প্রসিকিউটর এসব পিটিশনের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং এর সদস্যরা -- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে যোগ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান এবং বিচারপতি শফিউল ও সাবেক বিচারপতি মহিতুলকে সদস্য হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য।

গত ৮ অক্টোবর হাইকোর্টে নিয়োগ পাওয়া ২৩ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ রয়েছেন।

Comments

The Daily Star  | English

Loud blasts heard in west Tehran: AFP journalist

A large cloud of black smoke billowed over the area of the Iranian capital

33m ago