মেয়াদোত্তীর্ণ-আনফিট যানবাহন সরাতে সরকারের ৬ মাসের আল্টিমেটাম

বায়ুদূষণ কমানোর লক্ষ্যে ঢাকা থেকে মেয়াদোত্তীর্ণ ও আনফিট যানবাহন সরিয়ে নিতে ছয় মাসের সময় দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে 'রিমুভিং ওল্ড ভেহিক্যালস টু কন্ট্রোল এয়ার পলিউশন ইন ঢাকা' শীর্ষক বৈঠকে এসব যানবাহন সরাতে পরিবহন মালিকরা সময় চাওয়ার পর এই সময়সীমা নির্ধারণ করা হয়।

বৈঠকের ফলাফল বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্য অনুসারে, ২৮ হাজার ৭৬১টি নিবন্ধিত বাস ও মিনিবাসের বয়স ২০ বছরের বেশি। এর মধ্যে ঢাকায় চলাচল করে ১০ হাজার ৫৫৬টি।

মোট ৪৬ হাজার ৪৮১টি নিবন্ধিত ট্রাক, লরি ও অন্যান্য ভারী যানের বয়স ২৫ বছর অতিক্রম করেছে। এর মধ্যে ১৪ হাজার ৬৮৩টি ঢাকায়।

উপদেষ্টা বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ করলে ঢাকা শহরের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Comments

The Daily Star  | English

US at war with Iran's nuclear programme, not Iran: JD Vance

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

12h ago