জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা

বিছানাপত্র নিয়ে এসে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে অবস্থান করছেন আহতরা। ছবি: শাহীন মোল্লা/স্টার

জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা যথাযথ চিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ অন্যান্য উপদেষ্টারা যেন তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া শোনেন এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তাদের জন্য দ্রুত তহবিল প্রদান করা হয়, এসব দাবিও জানিয়েছেন আহতরা।

উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়েছেন আহতরা। বিছানাপত্র নিয়ে এসে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান করছেন তারা।

ছবি: শাহীন মোল্লা/স্টার

রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন, শান্ত থাকার আহ্বান জানান। 

সেসময় হাসনাত আবদুল্লাহ বলেন, তারা যে চার উপদেষ্টাকে এখানে আসার দাবি জানিয়েছেন তাদের মধ্যে দুজন ঢাকার বাইরে, একজন বিদেশে এবং আরেকজন ক্যান্সারের রোগী। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সময় দিলে উপদেষ্টাদের সঙ্গে বসা যাবে।

আহতদের এই বিক্ষোভ শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। 

সকালে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি—এ অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তারা রাস্তায় নামেন।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

3h ago