সচিবালয় যাচ্ছেন না অভ্যুত্থানে আহতরা, শিশুমেলা সড়কেই অবস্থানের ঘোষণা

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিশুমেলা মোড় সড়কেই অবস্থানের ঘোষণা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।
এর আগে, এসব দাবি পূরণে শিশুমেলা মোড় অবরোধ করে সরকারের লিখিত আশ্বাস চেয়ে আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা।
বিকেল সাড়ে ৪টার দিকে আহত আন্দোলনকারীরা জানান, দাবি পূরণে শিশুমেলা মোড়েই তারা অবস্থান করবেন।
আন্দোলনকারীদের একজন কোরবান শেখ গত ৫ আগস্ট কুষ্টিয়ায় চোখে গুলিবিদ্ধ হন। তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবাদ কর্মসূচি থেকে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিশুমেলা সড়কেই অবস্থান করব।'
আজ সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবন, ২৫০ শয্যার টিবি হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নেন গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এতে এসব এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা সে সময় বলেছিলেন, বিকেল ৪টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। ৪টার মধ্যে যদি তাদের লিখিত স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে সচিবালয় ঘেরাও করবেন।
Comments