বন্ধ চিনিকলগুলো শিগগির চালু হবে: আদিলুর রহমান

সেতাবগঞ্জ চিনিকল সফরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল সফরকালে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা চিনিকল কর্মকর্তা-কর্মচারী ও আখচাষি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর জন্য সরকারের প্রচেষ্টার আশ্বাস দেন।

তিনি বলেন, 'সরকার ইতোমধ্যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি কমিটি গঠন করেছে। যত দ্রুত সম্ভব চিনি উৎপাদন পুনরায় শুরুর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।'

২০২০ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিচালনাগত চ্যালেঞ্জের কারণে সেতাবগঞ্জসহ দেশের ছয়টি চিনিকল বন্ধ করে দেয়। সেগুলো হলো—কুষ্টিয়া চিনিকল, রংপুরের শ্যামপুর চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল ও রংপুর চিনিকল।

চার বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর এই প্রথম সরকারের উচ্চপদস্থ কোনো ব্যক্তি সেতাবগঞ্জ চিনিকলে সফর করলেন।

সফরকারে সেতাবগঞ্জ চিনিকলের ভূমি দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আদিলুর রহমান খান। তিনি চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসারকে দখলকৃত জমি পুনরুদ্ধার করার নির্দেশ দেন এবং জোর দিয়ে বলেন, 'চিনিকলের বিশাল অংশের জমি প্রভাবশালী স্থানীয়রা দখল করেছে। এই জমি পুনরুদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।'

আখচাষিদের প্রতি সরকারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, 'এ পর্যন্ত আখ সরবরাহের বকেয়া পরিশোধের জন্য ১০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। শিগগির আরও ১২০ কোটি টাকা দেওয়া হবে।'

সেখানে একটি সভায় অংশ নেন শিল্প উপদেষ্টা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান দীপিকা ভদ্র, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক ও আখচাষিরা তাদের অসন্তোষ প্রকাশ করে এবং চিনিকলটি পুনরায় চালু করার জন্য অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে শুক্রবার নাটোরে উত্তরবঙ্গ চিনিকলে যান আদিলুর রহমান খান এবং ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।

Comments

The Daily Star  | English

Bangladeshi migrants in malaysia: Dhaka’s uphill battle to break syndicate chains

Now, as Malaysia prepares to begin fresh labour recruitments, opening the market to Bangladeshis and ensuring migrants' rights will figure high in the upcoming meetings.

13h ago