চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে টাঙ্গাইল ও বরিশালে বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা। ছবি: স্টার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে টাঙ্গাইল ও বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোট টাঙ্গাইল শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, এই দেশ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বপুরুষের জন্ম এখানেই। আমরা আছি এবং এই দেশেই মৃত্যুবরণ করব।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, বটতলা ইসকন মন্দিরের সভাপতি শ্রীধর দাস, সাবালিয়া ইসকন মন্দিরের সভাপতি সত্য সেবক প্রমুখ।

গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই গত ৩১ অক্টোবর চট্টগ্রাম ইসকনের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়।

বরিশালে বিক্ষোভ-সমাবেশ

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন। আজ মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জয়ন্ত কুমার দাস, বিশ্বজিৎ ঘোষ বিশু প্রমুখ। এ সময় সড়কে অবস্থান নেওয়ায় নগরীর সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে একটি বিক্ষোভ মিছিল সদর রোড হয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যায়। বিক্ষোভকারীরা চিন্ময়ের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago