‘চুক্তির নামে আ. লীগ সরকার পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে’

রাজার মাঠের গণসমাবেশে বক্তারা। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেছেন, চুক্তি বাস্তবায়নের নামে বিগত আওয়ামী লীগ সরকার পার্বত্যবাসীর সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে চুক্তির সবগুলো ধারা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে বান্দরবানে আয়োজিত এক গণসমাবেশে এ কথা বলেন কে এস মং মারমা। গণসমাবেশ থেকে চুক্তিবিরোধী ও জুম্মস্বার্থ পরিপন্থী সব কার্যক্রম প্রতিহত করে চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।  

উবাচিং মারমার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা ও মেঞোচিং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রেজা নিউটন, মং নু হেডম্যান, জেলা হিল উইমেনস ফেডারেশনের সভাপতি উমেচিং মারমা, উশৈ হ্লা মারমা প্রমুখ।

একইদিনে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পায়রা উড়িয়ে, কেক কেটে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

7h ago